Logo

মাদ্রাসাতুস্সুফফা আল- ইসলামিয়া ঢাকা।

  মোহতামীমের বাণী
মুফতি শফি উদ্দিন আজাদী

অধ্যক্ষ

মুসলিম শিশু-কিশোরদেরকে বিশুদ্ধ রূপে পবিত্র কোরআন মাজীদ তেলাওয়াত ও অত্যাবশ্যকীয় দ্বীনী বিষয়ের পাশা-পাশি প্রয়োজনীয় জাগতিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে মাদরাসাতুসসুফফা আল ইসলামিয়া ঢাকা, দীর্ঘকাল যাবত দেশব্যাপী দিনের কাজ আঞ্জাম দেয়ার জন্য বদ্ধ পরিকর. দ্বীনী বিষয়ের পাশা-পাশি জাগতিক বিষয়াদিকেও পাঠ্যক্রমের অন্তুর্ভুক্ত করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী নূরানী পাঠ্যক্রম শেষ করার পর প্রচলিত কারিকুলামের যে কোন প্রতিষ্ঠানে সহজেই শিক্ষা গ্রহণের সুযোগ নিতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের পরিচালিত মাদরাসার জন্য পাঁচ বসরের সিলেবাস (পাঠ্যক্রম) প্রণয়ন করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা তা নিয়ম তান্ত্রীকভাবে পাঠদানের ব্যবস্থা করে যাচ্ছি সুতরাং শিক্ষকমÐলী অভিভাবক এবং শিক্ষার্থীসহ সবার উপকার ও প্রয়োজনীয়তা সামনে রেখে আমাদের মাদ্রাসা কর্তৃক প্রণীত সর্বশেষ পাঠ্যপুস্তক অনুযায়ী সিলেবাস প্রণয়ন করা হয়েছে, প্রত্যেক বিষয়ের পৃথক পৃথক পাঠ-পরিকল্পনা, প্রশ্নের ধারা ও মানবন্টন সংযোজন করা হয়েছে, একজন মুসলমান হিসেবে যে মৌলিক বিষয়গুলো রয়েছে, তা প্রত্যেক শ্রেণীতে ও প্রত্যেক পরীক্ষায় অত্যাবশ্যক করা হয়েছে, যাতে নূরানী শিক্ষার মূল লক্ষ্য- উদ্দেশ্য বাস্তবায়ন হয়, সর্বোপরি উক্ত সিলেবাসটি জ্ঞানের বিকাশ সাধনের জন্য অতি প্রয়োজন মনে করি, সিলেবাসটি নির্ভুল করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা হলেও ভুল থাকাটা অস্বাভাবিক কিছু নয়, পরবর্তীতে সবার পরামর্শে আরো সুন্দর ও নির্ভুল করার জন্য দৃঢ় ইচ্ছা রইল। (ইনশাআল্লাহ)।